Image description

বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুসারে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪-তে। অক্টোবরের পিএমআই স্কোর ছিল ৬২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া অর্থনীতির প্রধান চার খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের গতি কমেছে। 

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

গতকাল নভেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুসারে অর্থনীতির প্রধান চার খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের গতি কমেছে।

কৃষি খাতে পিএমআই স্কোর নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ২ দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪-তে। অক্টোবরের পিএমআই স্কোর ছিল ৫৯ দশমিক ৬ শতাংশ। নতুন ব্যবসা, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকে ধীরগতির এ সম্প্রসারণ দেখা যায়। তবে ব্যবসায়িক কার্যক্রম সূচকটি দ্রুততর হারে সম্প্রসারণ রেকর্ড করেছে।

উৎপাদন খাতে পিএমআই স্কোর নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ৭ দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩-তে। অক্টোবরের পিএমআই স্কোর ছিল ৬৬ দশমিক ১ শতাংশ। নতুন অর্ডার, রপ্তানি অর্ডার, উৎপাদন, ইনপুট ক্রয়, সমাপ্ত পণ্য, আমদানি, ইনপুট মূল্য, কর্মসংস্থান ও সরবরাহকারীর ডেলিভারি সবগুলো সূচকই সম্প্রসারণ দেখিয়েছে। তবে অর্ডার ব্যাকলগের দ্রুততর সংকোচন রেকর্ড হয়েছে।

নির্মাণ খাতে পিএমআই স্কোর নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ৫ দশমিক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ২-তে। অক্টোবরের পিএমআই স্কোর ছিল ৫৬ দশমিক ৫ শতাংশ। নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান ও ইনপুট খরচ সূচকে সম্প্রসারণ দেখা গেছে। অর্ডার ব্যাকলগ সূচক দ্রুততর সংকোচন দেখিয়েছে এবং নতুন ব্যবসা সূচকটি সংকোচনে ফিরে গেছে।

সেবা খাতে পিএমআই স্কোর নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় ৯ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬-তে। অক্টোবরের পিএমআই স্কোর ছিল ৬১ শতাংশ। কর্মসংস্থান ও ইনপুট খরচ সূচক সম্প্রসারণ রেকর্ড করেছে। তবে নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সবগুলো সূচকই সংকোচনে ফিরে গেছে।

ভবিষ্যৎ ব্যবসা সূচকে, কৃষি, নির্মাণ ও সেবা খাতে দ্রুততর সম্প্রসারণের প্রত্যাশা দেখা গেছে। তবে উৎপাদন খাতের ক্ষেত্রে ধীরগতির সম্প্রসারণ রেকর্ড হয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, নভেম্বরে পিএমআই স্কোরে দেখা যায় অর্থনৈতিক সম্প্রসারণের গতি দুর্বল হয়ে এসেছে। যা বৈশ্বিক চাহিদা কমে যাওয়া ও রপ্তানি প্রতিযোগিতা হ্রাসের কারণে হয়েছে। এ ছাড়া রপ্তানি খাতে চাপ, অভ্যন্তরীণ চাহিদার পতন এবং জাতীয় নির্বাচনের আগে ব্যবসাগুলোর বিনিয়োগ স্থগিত রাখার প্রবণতার ফল। বার্ষিক রপ্তানি কমে গেলেও মাসওয়ারি বৃদ্ধি এবং কৃষি ফসল কাটার ধারাবাহিকতা সামগ্রিক সম্প্রসারণ বজায় রাখতে সহায়তা করেছে। 

বিশেষভাবে উল্লেখযোগ্য, উৎপাদন খাত ছাড়া অন্যান্য সব খাতে ভবিষ্যৎ ব্যবসা সূচকের দ্রুততর সম্প্রসারণ লক্ষণীয়।