টুঙ্গিপাড়ার নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল আলম।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে দৈনিক যায় যায় দিনের শওকত হোসেন মুকুল, আজকের পত্রিকার সজল সরকার, দৈনিক মানবকন্ঠের এমদাদুল হক, বাংলাভিশন টেলিভিশনের হাবিবুল্লাহ খান হাবিব, আমার সংবাদের এসএম বিপুল হোসেন, দৈনিক ইনকিলাবের আফজাল হোসেন, এশিয়ান টেলিভিশনের হাফিজুর রহমান, দ্যা ডেইলি ক্যাম্পাসের রাকিব চৌধুরী, দৈনিক বর্তমান বাংলার খালিদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ইউএনও মো. জহিরুল আলম বলেন, ‘প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মাঠ প্রশাসনের কার্যক্রম স্বচ্ছ ও জনবান্ধব করতে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলার সমস্যা সংক্রান্ত বিষয়ে সকল শ্রেনীর মানুষের সহযোগিতা চেয়েছেন ইউএনও।




Comments