গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসডিওএস ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন পারসনস (এফএসটিআইপি) প্রোগ্রামের আওতায় সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন। বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল।
জিইউকে’র প্রজেক্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার কাউন্সিলর মিতা আলম। এছাড়া স্থানীয় ধর্মীয় নেতা, ইমাম, শিক্ষক, নারী নেত্রী ও সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, ‘বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক হুমকি। দারিদ্র্য ও অসচেতনতার কারণে বাল্যবিবাহ হলে মেয়েদের শিক্ষাজীবনের অকাল সমাপ্তি ঘটে। এছাড়া অপরিণত বয়সে বিয়ের ফলে মেয়েরা পারিবারিক সহিংসতার শিকার হন বেশি।’
আলোচনা সভায় বাল্যবিবাহ রোধে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশেষ করে নিকাহ রেজিস্ট্রার বা কাজীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে বক্তারা মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।




Comments