Image description

টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আতোয়ার রহমান (৩৮) নামের এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাড়িয়াপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

দণ্ডপ্রাপ্ত আতোয়ার রহমান দাড়িয়াপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আতোয়ার রহমান দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটি কাটার খননযন্ত্রসহ (ভেকু) তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ২ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত খননযন্ত্রটি জব্দ করা হয়।

সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন, “অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে জেল ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”