Image description

নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রার্থীর সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। এ সময় পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ঝুলে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের কয়েকশ’ ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করে মিনিট্রাকে করে নিয়ে যাওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের শনিবারের মধ্যে নিজ দায়িত্বে সকল প্রচার সামগ্রী অপসারণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অনেক প্রার্থী নির্দেশনা মেনে তাদের প্রচার সামগ্রী সরিয়ে নিলেও অনেকেই তা করেননি বা তাদের পোস্টার ও তোরণ রয়ে গেছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এগুলো অপসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, পৌর শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতেও অভিযান চলছে। প্রত্যন্ত অঞ্চলের পোস্টার ও ব্যানারগুলো দ্রুত সরিয়ে ফেলার জন্য গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে অপসারণের কাজ শুরু করেছেন।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবেন।’