মঠবাড়িয়ায় শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইমামদের সহযোগিতা চাইলো পুলিশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় মসজিদের ইমামদের সহযোগিতা ও দোয়া চেয়েছে থানা পুলিশ। এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে মঠবাড়িয়া থানা চত্বরে ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঠবাড়িয়া পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মসজিদগুলোর ইমামরা অংশগ্রহণ করেন।
পুলিশের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় শুক্রবার জুম্মার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে নির্বাচন ও শান্তি বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বয়ান দেওয়ার জন্য ইমামদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস ও ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন। তারা সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা ও প্রভাবের কথা উল্লেখ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তাদের সহযোগিতা কামনা করেন।
ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মঠবাড়িয়া মডেল মসজিদের ইমাম মুফতি শাহীন আলম, সাফা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল ও তুষখালী বন্দর মসজিদের ইমাম মাওলানা আবু তাহের মেজবাহ। তারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ মাওলানা সিদ্দিকুর রহমান, বড়মাছুয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি বোরহান উদ্দিন, টিয়ারখালী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম ফারুক, সাপলেজা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আ. খালেক, আমড়াগাছিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান, টিকিকাটা ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আ. মান্নান, মাঝেরপুল জামে মসজিদের ইমাম ক্বারী মোহাম্মদ নূরুল হক, দাউদখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম মাওলানা রিয়াজুল ইসলাম, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন ও কে এম লতিফ স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মঠবাড়িয়া থানা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।




Comments