Image description

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রোববার বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হুমকির শিকার সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫) ডিক্লারেশন বন্ধ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর প্রতিনিধি এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি।

জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে সাংবাদিক জাকির হোসেনকে হুমকি দেন। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে লেখালেখি বন্ধ করার নির্দেশ দেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে নাসির আহমেদ খোকন বলেন, “আমার নাম ধরে মাইকে গালাগালি করার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে হামলা করার চেষ্টা করে। তখন আমিসহ আরও কয়েকজন মিলে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করি।”

তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মোর্শেদ খান বলেন, “অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিধি মোতাবেক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”