বাংলাদেশে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস তাদের নাগরিকদের চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক তৎপরতা, সমাবেশ, বিক্ষোভ ও র্যালির পরিমাণ বাড়তে পারে। দূতাবাস সতর্ক করে বলেছে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ বা সমাবেশ যেকোনো সময় সহিংস সংঘর্ষে রূপ নিতে পারে।
এমতাবস্থায় মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে নিচের নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে:
যেকোনো ধরনের বিক্ষোভ বা বড় সমাবেশ এড়িয়ে চলা।
জনসমাগমপূর্ণ এলাকার আশেপাশে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তার হালনাগাদ তথ্য জানতে নিয়মিত স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমে নজর রাখা।
এর আগে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ‘জুলাই জাতীয় সনদ’ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের ওপর গণভোটও গ্রহণ করা হবে।
নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে—এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আগাম এই সতর্কবার্তা দিল।




Comments