Image description

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কনা ও নিশের গান ‘মেহেন্দি’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। গানটির সুর ও সংগীত করেছেন সানজয়। তুমুল জনপ্রিয় হওয়া গানটিতে নাচতে দেখা গেছে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে।

নোরা ফাতেহির সঙ্গে নাচের ভিডিওটি গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানজয়। ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’

গানের তালে হালকা মেজাজে নোরা ফাতেহিকে নাচতে দেখা গেছে, তাকে সঙ্গ দেন সানজয়।

ভিডিওটি দেখে অনেকে মুগ্ধতার কথা লিখেছেন। কেউ কেউ লিখছেন, নোরাকে বাংলা গানে নাচতে দেখা ভালো লাগছে।

৫ ডিসেম্বর ‘মেহেন্দি’ গানের ভিডিও চিত্র প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিক। গানের ভিডিও চিত্রে কনা, নিশ, সানজয়, সুনেহরা তাসনিমসহ আরও অনেকে নেচেছেন।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর উন্মোচিত ‘মেহেন্দি’ গান ভিডিওটি ৪২ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এখনও দর্শক মন জয় করে চলেছে।