Image description

মহান বিজয় দিবস উপলক্ষে বাউফল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় র‍্যালির প্রস্তুতির সময় জাতীয় পতাকা ও পতাকার স্ট্যান্ড লুটপাট এবং পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিজয় র‍্যালি আয়োজনের অংশ হিসেবে জাতীয় পতাকা ও প্লাস্টিক স্ট্যান্ড একটি অটোরিকশায় করে বাউফল উপজেলার মূল ফটকের সামনে রাখা হয়েছিল।

এ সময় একজন আগন্তুক এসে অটোরিকশার চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। চালক সামগ্রী খুলে দেখালেও ওই ব্যক্তি আপত্তি জানান এবং পরিস্থিতি উত্তপ্ত করেন বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, র‍্যালিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও জামায়াত কর্মীরা আগন্তুকের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পেরে তিনি বাকবিতণ্ডায় লিপ্ত থাকেন। একপর্যায়ে জাতীয় পতাকা ও স্ট্যান্ড লুট হয়ে যায়। পরে জামায়াত কর্মী ও স্থানীয়দের তৎপরতায় পার্শ্ববর্তী একটি দোকান থেকে সেগুলো উদ্ধার করা হয়।

জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার দাবি, র‍্যালি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে পতাকা ও স্ট্যান্ড উপজেলার মূল ফটকে রাখা হতো না। সংগঠনের অভিযোগ, আগন্তুক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে অসৎ উদ্দেশ্যে জাতীয় পতাকা ও স্ট্যান্ড নিয়ে যান, যা জাতীয় পতাকার অবমাননার শামিল।

এ ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি খালেদুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পরবর্তীতে ওই ব্যক্তি পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াত কর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার মিথ্যা অভিযোগ উত্থাপন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।