Image description

বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের ‘কোরেস বাংলাদেশ পিএলসি’ কারখানার শ্রমিকরা মৌচাক ফুট ওভারব্রিজের নিচে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রেখেই আকস্মিকভাবে কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। পাওনা টাকা না দিয়ে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে কারখানার সামনে জড়ো হন এবং পরে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেন।

শ্রমিকদের অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। রাস্তার উভয় পাশে আটকা পড়েছে শত শত যানবাহন, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবেন না।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছেন।