Image description

যশোরের কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও কৃষক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেশবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২), সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহমত আলী (৪৫) এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রজব আলী গাজী (৪২)।

কেশবপুর থানা পুলিশ সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।