কুড়িগ্রামের চিলমারীতে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মো. নছরুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানাহাট বাজারের সিনেমা হল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নছরুদ্দিন উপজেলার শামসপাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের মাটিভর্তি একটি ছয় চাকার ট্রাক্টর এসএন ব্রিকস নামের ইটভাটায় যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে ট্রাক্টরটি পেছন থেকে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরটি আটক করলেও এর চালক মো. সুজন মিয়া পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments