Image description

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের দেওরা বাড়ি এলাকা সংলগ্ন নদীর তীর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওরা বাড়ি এলাকায় নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

অভিযানে সহায়তাকারী র‍্যাব-৮, বরিশাল সদর কোম্পানি সূত্রে জানানো হয়, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "উদ্ধারকৃত মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।"

এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।