আমাকে বাঁচাতে বিএনপি-জামায়াত নেতারাও ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদের অনেকে মেরে ফেলার হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য দেবিদ্বারের মা-বোনেরাই যথেষ্ট। এমনকি বিএনপি ও জামায়াতের নেতারাও আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। দেবিদ্বারে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের শক্তি, তারা প্রত্যেকেই আমার পাশে থাকবে।”
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আধিপত্যবাদবিরোধী গণসংযোগ শেষে বারুর গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় হাসনাত আবদুল্লাহ প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একে অপরের সঙ্গে ভালো কাজের প্রতিযোগিতা করব, কোনো প্রতিহিংসা নয়। আপনারা যার যার ভোট তাকে দেবেন, মারামারি করবেন না। যারা মারামারি করে, তারা মূলত পেশিশক্তির মাধ্যমে তাদের দলকে উপস্থাপন করতে চায়।”
প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “অন্যান্য দলের নেতারা ফোন দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। মনে রাখবেন, যারা ভয় দেখায় তাদের গদি নড়বড়ে হয়ে গেছে বলেই তারা ভয় পাচ্ছে। আমরা কাউকে ভয় দেখাইনি। ভয় দিয়ে ভালোবাসা জয় করা যায় না এবং বুলেট দিয়েও ভালোবাসা কেনা যায় না।”
চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হুঁশিয়ারি দিয়ে এনসিপি’র এই নেতা বলেন, “যারা আমাদের বিরোধিতা করছে তারা বুঝতে পেরেছে যে—আমরা ক্ষমতায় এলে তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মামলাবাজির ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। এ কারণেই তারা এখন আমাদের বিরুদ্ধাচরণ শুরু করেছে।”
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাসনাত আবদুল্লাহ। গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনী প্রচারণার চেয়ে আধিপত্যবাদবিরোধী সামাজিক সচেতনতা ও গণসংযোগে বেশি গুরুত্ব দিচ্ছেন।
পথসভায় এনসিপি’র দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা রায়হান সিদ্দিক, শামীম আহমেদ, সাজেদুল রাফসান প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।




Comments