সাতক্ষীরার শ্যামনগরে বসতবাড়ির চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জাবাখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই গ্রামের মৃত হামিজউদ্দীন মোড়লের ছেলে।
এই ঘটনায় জড়িত সন্দেহে রেজাউল, সেলিম, সিরাজুল ও আনারুল নামে ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, সকালে গোলাম হোসেন বাড়ির চলাচলের পথ সংস্কার করছিলেন। এসময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ ওই ৪ ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments