Image description

ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মো. শাওন কাজীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন কাজী সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাওন কাজী বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুর মামলার এজাহারভুক্ত এবং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ওই সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় হামলা চালায় এবং শামা ওবায়েদের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনার বিচার চেয়ে সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দ্রুত বিচার আইনে করা ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত শাওন কাজী ওই মামলার অন্যতম আসামি।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শাওন কাজীকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।