Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ খুরশিদ আলম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বহরা ইউনিয়নের দুর্লভপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খুরশিদ আলম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত মন্নুর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দুর্লভপুর এলাকায় সোনাই নদীর ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন খুরশিদ আলমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফেরদৌস আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, মাধবপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।