ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির শাহাদাত বরণ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২০ ডিসেম্বর) কুষ্টিয়া, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, সিলেট ও জামালপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা, দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
কুষ্টিয়া: কুষ্টিয়ায় সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে মিছিলটি বের হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা হাদিকে ‘আধিপত্যবাদবিরোধী বিপ্লবী’ আখ্যা দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জানাজায় ইমামতি করেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা।
কুমিল্লা: ইনকিলাব মঞ্চ কুমিল্লার উদ্যোগে নগরীর টাউন হল ময়দানে বিশাল গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং ঢাকা-৮ আসনে শহীদ শরীফ ওসমান হাদির বড় বোনকে প্রার্থী ঘোষণা করার দাবি জানান। জানাজায় জেলা জামায়াত, এবি পার্টি, হেফাজত ইসলাম, ছাত্রদল ও শিবিরের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।
নীলফামারী: জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, “শহীদ হাদি একটি আন্দোলনের নাম, তরুণদের প্রেরণার নাম। সে যে স্বাধীনতা এনে দিয়েছে, তা আমাদের রক্ষা করতে হবে।” এছাড়া জেলার সৈয়দপুর ও খানসামায় আলাদাভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর: পূবাইল থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের ধানের শীষের প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অবিস্মরণীয় এবং ওসমান হাদির ত্যাগ বৃথা যাবে না। মাহফিল থেকে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন বিমানবন্দর এলাকায় গণজাগরণ সৃষ্টির আহ্বান জানানো হয়।
সিলেট: বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ইনকিলাব সংসদের উদ্যোগে জানাজা অনুষ্ঠিত হয়। হাফিজ সাইদুর রহমানের ইমামতিতে এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা হাদিকে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্মরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এবং জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা হাদির অকাল মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন।
নড়াইল: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে হাদির খুনিদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার বিকেলে তাঁকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়েছে।




Comments