Image description

শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের উষ্ণতা নিশ্চিত করতে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পটুয়াখালী শহরের চার শতাধিক শিশুর মাঝে শীতের গরম পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জিমনেসিয়াম হলে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শীতের নতুন গরম পোশাক তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে রিকশাচালক ইব্রাহিম মিয়া বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা প্রায়ই বিভিন্ন ধরনের সহায়তা পাই। এবার তারা আমাদের সন্তানদের জন্য শীতের গরম পোশাক দিয়েছে, যা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

দিনমজুর সোবাহান আকন বলেন, “আমার দুটি সন্তান এক ছেলে ও এক মেয়ে। আজ দুজনের জন্যই গরম পোশাক পেয়েছি। বাজারের অবস্থা ভালো না, এ বছর নতুন পোশাক কিনে দিতে পারতাম না। লাল দুটি সোয়েটার পেয়ে আমার সন্তানরা খুব খুশি।”

সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান রাব্বি বলেন, “আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আর মানবিক মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঢাকা থেকে পাইকারি বাজারে গিয়ে শীতবস্ত্র ক্রয় করে এনে সেগুলো শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।”

পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, “ এ বছর আমরা চার শতাধিক শিশুর মাঝে শীতের গরম পোশাক বিতরণ করেছি। এই কর্মসূচির সম্পূর্ণ অর্থ এসেছে অনলাইনে বিভিন্ন বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতায় যারা পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থান ও বিদেশে অবস্থান করছেন। তাদের সহযোগিতা ছাড়া এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না।”

উল্লেখ্য, পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন ২০১০ সাল থেকে পটুয়াখালীর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। বিভিন্ন ছোট ছোট প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করে সংগঠনটি ইতোমধ্যে পটুয়াখালীতে একটি বিশ্বস্ত ও পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।