Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুহিবুল হক লোহাগাড়া সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় জড়িতরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ জিহাব ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ।

প্রত্যক্ষদর্শী ও আহত মুহিবুলের বন্ধু মুহাম্মদ জিহান জানান, সন্ধ্যায় তারা কয়েকজন বন্ধু মিলে অভিযুক্ত জিহাব ও মিনহাজকে দেখে তাদের দাঁড়ানোর জন্য বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তদের ধরে গাড়িতে তোলার চেষ্টা করলে তারা হঠাৎ মুহিবুলকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুহিবুল হককে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিমুল দত্ত জানান, মুহিবুলের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।’