Image description

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মইজ্জ্যেরটেক এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ১০ জন সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছিল ট্রাফিক পুলিশ। অভিযানের একপর্যায়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালকরা একজোট হয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমতিয়াজসহ দায়িত্বরত কয়েকজন কনস্টেবল আহত হন। পরবর্তীতে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত ট্রাফিক সদস্যদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ১০ জন হামলাকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার জানান, সরকারি কাজে বাধা দান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।