ধামরাইয়ে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ঝুলছে তালা, ভোগান্তিতে এলাকাবাসী
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনের বেলাতেই তালা ঝোলার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী কেন্দ্রটি খোলা থাকার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে ফিরে যাচ্ছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে ভাড়ারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, মূল ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সেখানে কোনো চিকিৎসক বা কর্মকর্তাকে পাওয়া যায়নি। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এই সময়ে কেন্দ্রের কার্যক্রম চালু থাকার কথা।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৯৫ সালে স্থাপিত এই কেন্দ্রটি এলাকার কয়েক হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে এখানকার কর্মকর্তারা নিজেদের খেয়ালখুশিমতো দায়িত্ব পালন করেন। এলাকাবাসীর অভিযোগ, শনিবার অধিকাংশ সময়ই এই সেবা কেন্দ্রটি বন্ধ থাকে। মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকি না থাকায় কর্মকর্তারা কর্মস্থলে আসার প্রয়োজন বোধ করেন না।
সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী বলেন, "আমরা দূর থেকে অনেক আশা নিয়ে চিকিৎসার জন্য আসি, কিন্তু এসে দেখি তালা ঝুলছে। গরিব মানুষের কষ্টের যেন কেউ দেখার নেই।"
এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী বলেন, "অফিস চলাকালীন কেন কেন্দ্রটি বন্ধ ছিল এবং কর্মকর্তারা কেন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সন্তোষজনক জবাব পাওয়া না গেলে দায়িত্বরতদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এলাকাবাসীর দাবি, নিয়মিত তদারকির মাধ্যমে এই স্বাস্থ্যকেন্দ্রটির পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পায়।




Comments