Image description

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের ১১ জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- রহমতপুর গ্রামের পদেন চন্দ্র (৭৫), তাঁর স্ত্রী ভোকা রানী (৭০), ছেলে কমলা কান্ত, মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), জেলে বিমল চন্দ্র, তাঁর স্ত্রী ললিতা রানী (৩৪), ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০) ও জয়া (৮), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যরা সবাই মিলে একসঙ্গে রান্না করা গরম ভাত ও তরকারি খান। খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর একে একে সবাই তীব্র শারীরিক দুর্বলতা অনুভব করতে থাকেন। একপর্যায়ে অনেকেই অচেতন হয়ে পড়েন। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান জানান, "হাসপাতালে আনা ১১ জনের মধ্যেই বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে কোনো চেতনানাশক বা বিষাক্ত কিছু মিশে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বর্তমানে সবাই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।"