Image description

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরহাদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের লিটন বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সবার অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে তখন অন্য কোনো পুরুষ সদস্য ছিলেন না। দীর্ঘক্ষণ শিশুকে দেখতে না পেয়ে মা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

অবুঝ এই শিশুর অকাল মৃত্যুতে পরিবারজুড়ে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।