Image description

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য কর্পোরাল মাসুদ রানার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে, আজ দুপুরে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা ২০ মিনিটে শহীদ মাসুদ রানার মরদেহ বহনকারী সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার লালপুরের করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিজ গ্রাম বোয়ালিয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়।

শহীদ মাসুদের মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে হাজারো মানুষ ভিড় করেন। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস। দাফনের আগে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় কর্পোরাল মাসুদ রানাসহ বাংলাদেশের ৬ জন বীর শান্তিরক্ষী শহীদ হন। দেশের সম্মান রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গকারী এই বীর সন্তানকে আজ বিনম্র শ্রদ্ধা ও চোখের জলে বিদায় জানালো এলাকাবাসী।