Image description

আড়াইহাজারে রাস্তার পাশে পড়ে থাকা মাথাবিহীন যুবক হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। অনৈতিক সম্পর্কের জেরে রংমিস্ত্রি আব্রাহাম খান ওরফে আলিম খানকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুহুল আমিন রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাব্বি রাজবাড়ীর পাংশা উপজেলার ফরিদপুর এলাকার মঞ্জুর শেখের ছেলে। নিহত আলিম খান পাংশা থানার চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের ছেলে। গতকাল শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ (বিপিএম)।

পিবিআই জানায়, গত ১৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার জালাকান্দি-শ্রীনিবাসদী সড়কের পাশ থেকে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করে। পরিচয় শনাক্তের পর গত বৃহস্পতিবার শ্রীনিবাসদী এলাকার একটি খাল থেকে মাথা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত আব্রাহাম খান ওরফে আলিম খান গত ১৫ ডিসেম্বর সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। একই দিন সকাল সাড়ে ৮টার দিকে বোনের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করলে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। তদন্তে উঠে আসে নিহত যুবকের সঙ্গে এক নারীর অনৈতিক সম্পর্ক। বিষয়টি জানাজানি হলে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন নিহত আলিম খান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করে আসামিরা। পরিকল্পনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর ওই যুবককে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে দেহ ও মাথা বিচ্ছিন্ন করে পৃথক স্থানে ফেলে দেয় যাতে চিনতে না পারে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, গ্রেপ্তার রুহুল আমিন শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়।