Image description

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫৭ জন উপকারভোগী নারীর মাঝে ছাগল ও ঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে উপকারভোগীদের প্রত্যেককে দুটি করে ছাগল এবং ছাগলের স্বাস্থ্যসম্মত আশ্রয়ের জন্য বিশেষ ম্যাট প্রদান করা হয়।

ছাগল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম নারীদের উদ্দেশে বলেন, “সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আপনাদের স্বাবলম্বী করে তোলা। এই ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্যোন্নয়ন করতে পারবেন। এর থেকে অর্জিত আয় দিয়ে আপনারা সন্তানদের পড়াশোনার খরচ মেটাবেন এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়াবেন। আপনাদের এই পরিশ্রমই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক জীবনযাত্রার মান পরিবর্তন করতে সহায়ক হবে।”

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, অনগ্রসর এই জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।