খুলনায় এনসিপি নেতাকে গুলি: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত সীলগালা বিজিবির
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর অপরাধীদের সীমান্ত পার হওয়া ঠেকাতে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত সীলগালা করে দিয়েছে বিজিবি। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন (যশোর) থেকে প্রাপ্ত নির্দেশনার পর কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নজরদারি ও কঠোর পাহারা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে এনসিপি’র কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পর পর জড়িত দুষ্কৃতকারীদের আটক এবং তাদের সীমান্ত অতিক্রম রোধে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্তে বিশেষ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে অপরাধীদের পালানো ঠেকাতে বিভিন্ন বিওপি’র অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তে টহল তৎপরতা দ্বিগুণ করা হয়েছে। সীমান্তে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে কোনোভাবেই অপরাধীরা দেশের বাইরে যেতে না পারে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘৃণ্য অপরাধে জড়িতদের শনাক্ত ও আটকের প্রচেষ্টায় তারা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে। সীমান্ত সুরক্ষায় তাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, খুলনায় এনসিপি নেতার ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এমন কঠোর অবস্থানের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




Comments