প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
রাজধানীতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশজুড়ে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, মামলা, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করা সম্ভব নয়। জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রথম আলো ও ডেইলি স্টার সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল। অথচ এখন একটি উগ্র গোষ্ঠী ‘মব’ সৃষ্টি করে গণমাধ্যমের ওপর আঘাত হানছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি।
বক্তারা সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে কেবল বিবৃতির মাধ্যমে দায় সারছে, যা অত্যন্ত উদ্বেগজনক। চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে; দমন-পীড়নের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য নয়।
শরীয়তপুর প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন—বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কে এম মকবুল হোসেন, চ্যানেল ২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন এবং প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ। এ সময় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




Comments