Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজিত জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ অফিসে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় এবং রূপগঞ্জ থানা জিয়া মঞ্চের সদস্য সচিব নাদিম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল নেতা রাজিব, রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা মোবারক হোসেন, দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা মাইনুল, রূপগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের নেতা আক্তার ভূইয়াসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি শোমোর আলী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ২ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হাবিবুল্লাহ, নূর মোহাম্মদ, সিরাজ মিয়া, সাদেক মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ তারিখে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও জনসভা ঐতিহাসিকভাবে সফল করতে রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এ লক্ষ্যে সকল নেতাকর্মীকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।