Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বালি বোঝাই ট্রাকে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে ৫৫ বিজিবি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে এই চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে জগদীশপুর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি বালি বোঝাই ট্রাককে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালির নিচে লুকানো অবস্থায় বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান আজ দুপুরে গণমাধ্যমকে বলেন, “চোরাকারবারিরা বালির আড়ালে অভিনব কায়দায় জিরাগুলো পাচারের চেষ্টা করছিল। উদ্ধারকৃত পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে বিজিবি।