Image description

রাউজানের এয়াছিন নগরে ইটবাহী জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১৯ বছর বয়সী মোঃ জাবেদ আলম নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত বাইক চালক হলদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের ছালেহ আহমদ তালুকদার বাড়ীর কুয়েত প্রবাসী আহমদ হোসেনের পুত্র। 

নিহত জাবেদ উপজেলার  আমির হাট থেকে এয়াছিন শাহ সড়ক দিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহতের এক বন্ধু আরিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) লিখেন মোঃ জাবেদ আলম আমার হৃদয়ে স্মরণ হয়ে থাকবেন।

তার মৃত্যুতে বন্ধু মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।