দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার ঝড় তুলেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার একটি পুরোনো ছবি।
আজ বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে নামার পরই তাকে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।
তারেক রহমানের দেশে ফেরার খবরের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা শেয়ার করছেন নায়ক মান্নার সঙ্গে তার করমর্দনের একটি দুর্লভ ছবি। ছবিতে দেখা যায়, তারেক রহমান ও মান্না একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি বহু বছর আগের। ধারণা করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কোনো এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা। সেখানেই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হয়। রাজনৈতিক আলোচনার পাশাপাশি স্মৃতির ঝাঁপি খুলে দেওয়া এই ছবিটি সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।




Comments