Image description

নতুন বছরের প্রথম দিন থেকেই পর্দা উঠছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এর। আগামী ১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে মাসব্যাপী এই মিলনমেলা।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এই মেলার আয়োজন করছে।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’। এই স্কয়ারে দর্শনার্থীরা বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন। এছাড়া শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে দুটি বিশেষ শিশুপার্ক স্থাপন করা হয়েছে।

ইপিবি জানিয়েছে, মেলায় দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের প্রায় ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের অংশগ্রহণ মেলায় আন্তর্জাতিক আবহ তৈরি করবে। দর্শনার্থীদের প্রবেশ সহজ করতে এবার ই-টিকিটিং সুবিধা রাখা হয়েছে এবং প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

সম্প্রতি মেলার নাম পরিবর্তনের একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ফলে মেলাটি তার দীর্ঘদিনের পরিচিত নাম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ হিসেবেই পরিচিত থাকবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ঢাকার যানজট এড়াতে ও আধুনিক পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্য মেলা পূর্বাচলের এই স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আয়োজন করা হচ্ছে। নতুন বছরের শুরুতে এই মেলা বিনোদন ও কেনাকাটার জন্য দর্শনার্থীদের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।