নানা নাটকীয়তা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে এই টি-টোয়েন্টি আসর। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেওয়া এবং বিসিবির দায়িত্ব নেওয়ার মতো ঘটনাগুলো নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
বিপিএল শুরুর আগের বিশৃঙ্খলা নিয়ে সোহান ফ্র্যাঞ্চাইজিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিপিএল একটি বিশ্বব্যাপী পরিচিত টুর্নামেন্ট, যা সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা অনুসরণ করেন। তাই ফ্র্যাঞ্চাইজিগুলোর আরও পেশাদার হওয়া জরুরি। আমাদের মনে রাখতে হবে, এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমাদের দেশ এবং দেশের সম্মানকে গুরুত্ব দিতে হবে।”
নিজের দল রংপুর রাইডার্সের উদাহরণ টেনে সোহান বলেন, “ক্রিকেটের প্রতি আমাদের মালিকপক্ষ ও ব্যবস্থাপনার যে আবেগ এবং পেশাদারিত্ব, তা সত্যিই অসাধারণ। বিপিএলে যদি অন্তত ছয়টি এমন সুসংগঠিত এবং স্থিতিশীল ফ্র্যাঞ্চাইজি থাকে, তবে ক্রিকেটারদের উন্নতির পথ প্রশস্ত হবে এবং দেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।”
বিপিএলের এই আসরটি আয়োজন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলে মনে করেন সোহান। তবে বোর্ড যেভাবে পরিস্থিতি সামলে টুর্নামেন্ট শুরু করেছে, তার প্রশংসা করে তিনি বলেন, “বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। নেতিবাচক বিষয়গুলো ভুলে আমাদের ইতিবাচক দিক নিয়ে সামনে এগোতে হবে। এবারের প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ, তাই আশা করছি দর্শকরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট দেখতে পাবেন।”
উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ালে বিসিবি সেই দলের দায়িত্ব গ্রহণ করে, যা নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়। সোহানের এই মন্তব্য সেই প্রেক্ষাপটেই দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষার একটি জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে।




Comments