সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের রীতি
নিয়ম রক্ষায় তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে নেতাদের শ্রদ্ধা নিবেদন
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বিএনপি। তবে স্মৃতিসৌধের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর বাধ্যবাধকতা থাকায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৌঁছানোর আগেই তাঁর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের বিধান রয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন। তিনি পৌঁছাতে দেরি হতে পারে বিধায় তাঁর পক্ষ থেকে বিকেল ৫টা ৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমানের আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি ও রাষ্ট্রীয় প্রটোকলের আয়োজন করা হয়। শায়রুল কবির খান বলেন, “সরকারের পক্ষ থেকে স্মৃতিসৌধে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছিল।”
স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্মৃতিসৌধ কমপ্লেক্স ও ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সাধারণ মানুষের চলাচলও এই এলাকায় সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচিটি বিএনপির নেতাকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারে পৌঁছানোর পর তিনি নিজেও সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।




Comments