বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি: নিখোঁজ দুজনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় 'কাশফা স্নেহা' নামের বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদীর আমির হাওলাদারের ছেলে মোহা. জহুরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির রাজাপুরের মো. হাসান (২০)। তারা দুজনে বাল্কহেডের লস্কর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লা ধর্মগঞ্জস্থ আফসার ফিলিং স্টেশনের সামনে বুড়িগঙ্গা নদীতে মাটি বোঝাই 'কাশফা স্নেহা' বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে 'সুন্দরবন-১৬' নামের ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ নদীর তীরে নোঙর করা বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) সজোরে ধাক্কা দিয়ে আঘাত করে। এতে বাল্কহেডটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিক নিখোঁজ হন। আর
ধাক্কা দেওয়ার পর লঞ্চটি ঢাকার দিকে চলে যায়। এই খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডাব্লিউটিএʼর সদস্যরা কাজ শুরু করে। সন্ধ্যার দিকে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতরে ইঞ্জিন রুম থেকে মরদেহ দুʼটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, ঘন কুয়াশার কারণেই লঞ্চচালক নোঙর করা বাল্কহেডটি দেখতে পাননি। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাল্কহেডের চালক নান্নু মিয়া বলেন, “ রাতে বাল্কহেডের ভেতরে আমরা ৫ জন ঘুমিয়ে ছিলাম। ভোট ৬ টার দিকে হঠৎ জোরে এক শব্দ হওয়ায় আমি লাফিয়ে উঠে দেখি পানিতে তলিয়ে যাচ্ছি। কোনোমতে কাঁচের জানালা ভেঙে আমি বাল্কহেড থেকে বের হতে পেরেছি। এ সময় আমি সহ আরও দুজন বের হতে পেরেছি। বাকি দুজন তখন নিখোঁজ ছিল। এদিকে মুহূর্তের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। কোনো কিছু চিন্তা করার সময় পাইনি। পরে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।
ইঞ্জিন রুমের ভেতর থেকে লাশ উদ্ধারের বিষয়ে বিআইডব্লিউটিএʼর সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, লঞ্চের ধাক্কায় বাল্কহেডের ইঞ্জিন রুমটি দুমড়ে-মুচড়ে গেছে। ফলে সেখানে ডুবুরিরা ঢুকতে পারছিলনা। পরে বাল্কহেডের ইঞ্জিনরুমের প্রবেশ পথ ফ্লোটিং-এক্সাভেটর দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় নিখোঁজ দুজনের লাশ বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Comments