সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতীতে নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
সভায় লতিফ সিদ্দিকী তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “গত কয়েকদিন ধরে আমি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বেশ দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। কিন্তু আমি সবসময় জনগণের রায়কে প্রাধান্য দিয়েছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের প্রবল আগ্রহ ও অনুরোধ উপেক্ষা করতে পারিনি। তাদের প্রতি সম্মান জানিয়েই আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর তিনি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর পর্যায়ক্রমে পুরো নির্বাচনী এলাকায় গণসংযোগ ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে।
আবদুল লতিফ সিদ্দিকী নির্বাচনে লড়ার ঘোষণা দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন নাকি কোনো দলের ছায়াতলে থেকে ভোট দেবেন, তা এখনও স্পষ্ট করেননি। তাঁর এই অবস্থানের কারণে টাঙ্গাইলের রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের রাজনীতির এক বর্ণাঢ্য ও আলোচিত চরিত্র। বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে তিনি বারবার আলোচনায় এসেছেন। আসন্ন নির্বাচনে তাঁর এই অংশগ্রহণ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।




Comments