Image description

চুয়াডাঙ্গা জেলা কারাগারে থাকা মো. আমিরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি একটি মাদক মামলার আসামি হিসেবে গত ২৫ নভেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন।

কারা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে আমিরুল ইসলাম জেলা কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ (ICM) বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম দীর্ঘদিন মাদক সেবনের কারণে হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা (নং-৩৪৫১/২৫) চলমান ছিল। হাজতি হিসেবে আটক থাকার মাসখানেকের মাথায় তিনি মারা গেলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।