কলাপাড়ায় ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা ১১.৮ ডিগ্রি
পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। উপজেলার অনেক স্থানে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে এসেছে। সারা দিনেও সূর্যের দেখা মিলছে না।
ঘন কুয়াশার কারণে সড়কগুলো ভিজে পিচ্ছিল হয়ে গেছে। ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
তীব্র শীত ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বের হওয়া শ্রমিক ও যানবাহন চালকরা বিপাকে পড়েছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে।
দিন মজুর মানিক মিয়া বলেন, এই দুই দিন যাবৎ কাজে যেতে পারছিনা। আজকে সূর্যের মুখ দেখতে পারিনি। কুয়াশায় কিছুই দেখা যায় না। আমার মতো অনেকেই কাজে যেতে পারছেনা।
উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের আলী মাঝি বলেন, এই ক'দিন ধরে প্রচুর শীত পড়ছে। একারনে আমাদের এলাকায় গলা ব্যাথা, কাশি, সর্দি বেড়ে গেছে।




Comments