নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের ফজলুর রহমান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “মিডিয়া কর্মীরা আমাদের সহযোদ্ধা। আমরা নীলফামারী জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। মিডিয়াতে আমাদের গঠনমূলক সমালোচনা যেমন হবে, তেমনি ভালো খবরগুলোও উঠে আসুক এটাই আমাদের প্রত্যাশা। তবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ধরনের অপপ্রচার চালানো না হয়।”
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলের কেউ যদি কোনো অন্যায় করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তার শাস্তি নিশ্চিত করা হবে। আমরা সবাই মিলেমিশে নীলফামারী জেলাকে সমৃদ্ধ করতে চাই এবং এই অগ্রযাত্রায় মিডিয়াকে প্রধান সহযোগী হিসেবে পাশে পেতে চাই।”
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দ।
এর আগে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রেসক্লাবে পৌঁছালে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সিনিয়র সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি জোট অন্য দলকে সমর্থন দেওয়ায় তিনি এবার নীলফামারী-০২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে এই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।




Comments