হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে খামারের হাঁস কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব পাড়া গ্রামের আলকাছ মিয়ার সাথে আফজাল আলীর পক্ষের লোকজনের হাঁস কেনাবেচা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিরোধ মেটাতে গত শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসলেও সেখানে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
শনিবারের ঘটনার জেরে রোববার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে মহরম আলী মেম্বারের বাড়ির সামনে পুনরায় আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারীসহ অন্তত ২৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, “হাঁস কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫-২৬ জন আহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




Comments