Image description

নির্বাচনের আগে দেশের গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে সক্রিয় থাকা ভারতীয় গুপ্তচরদের চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠন। একই সঙ্গে শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধি ফাহিম ফারুকী এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান অবরোধ কর্মসূচির সঙ্গেও একাত্মতা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেরণা ছিলেন হাদি। আধিপত্যবাদবিরোধী সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখায় তিনি দেশি-বিদেশি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার হাদির হত্যাকাণ্ডের বিষয়ে যে নমনীয় অবস্থান নিয়েছে, তা আবু সাঈদ ও মুগ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, আন্তরিকতা থাকলে আগামী জানুয়ারির মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সম্ভব।

দেশের গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, "এখনো সামরিক গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী চক্র সক্রিয় রয়েছে। এটি দেশের স্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় হুমকি। নির্বাচনের আগেই এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।"

সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, যদি বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের জন্য ‘রেমিট্যান্স শাটডাউন’ বা রেমিট্যান্স বন্ধের আহ্বান জানানো হবে।

মঞ্চ ২৪-এর ৪ দফা দাবি:

১. শরীফ ওসমান বিন হাদির মূল খুনি ও সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা।

২. নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার এবং সেখানে থাকা সকল ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করা।

৩. গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া।

৪. বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন ও বাতিল করা এবং ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।