Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার হিরো আলম ‘আমজনতা পার্টি’র প্রার্থী হিসেবে মাঠে নামছেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি জানান, আজ বিকেল ৫টার মধ্যেই যথাযথভাবে ফরম পূরণ করে তিনি জমা দেবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "বিগত সময়গুলোতে আমি বারবার হামলা ও মামলার শিকার হয়েছি। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, তাই নির্বাচনী প্রচারণার জন্য আমার একজন গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তার অভাব বোধ করে গানম্যান চাচ্ছেন, আমিও কর্তৃপক্ষের কাছে এই দাবি জানাচ্ছি।"

বগুড়া-৬ (সদর) আসন থেকে কেন নির্বাচন করছেন না—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, "অনেকেই আমাকে সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। তাঁর প্রতি সম্মান জানিয়েই আমি ওই আসন থেকে সরে দাঁড়িয়েছি এবং আমার চিরচেনা বগুড়া-৪ আসনটি বেছে নিয়েছি।"

নির্বাচনের পরিবেশ নিয়ে হিরো আলম বলেন, "নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সবাই চাই এবার অন্তত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, যা বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ দেখেনি।"

উল্লেখ্য, হিরো আলম এর আগে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে এবং ২০২৩ সালের উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিলেন। এবার দলীয় প্রার্থী হিসেবে তাঁর এই অংশগ্রহণ বগুড়ার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।