অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে একটি মালবাহী ট্রাক উল্টে ৯ জন আহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের একটি রেলওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি কুমিল্লার একটি মেলা শেষে ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক নিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক সামনের রাস্তা স্পষ্টভাবে দেখতে পাননি। ফলে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটিতে থাকা শ্রমিক ও চালকসহ ৯ জন গুরুতর আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, অতিরিক্ত গতি এবং কুয়াশাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




Comments