হবিগঞ্জের লাখাই উপজেলায় জেঁকে বসেছে তীব্র হাড়কাঁপানো শীত। গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ থাকলেও সোমবার (২৯ ডিসেম্বর) তা ভয়াবহ রূপ ধারণ করেছে। দিনভর সূর্যের দেখা মেলেনি, বরং আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও গবাদি পশু।
সরেজমিনে দেখা গেছে, হাড়কাঁপানো শীত ও হিমেল হাওয়ায় উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। কনকনে ঠান্ডার কারণে সকালে কাজে বের হতে পারছেন না দিনমজুর, কৃষিশ্রমিক ও জেলেরা। সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে; কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট-বড় যান।
তীব্র শীতের প্রভাব পড়েছে গবাদি পশুর ওপরও। ঘাস ও খড় সংগ্রহ করতে না পেরে খামারিরা চরম বিপাকে পড়েছেন। ঠান্ডায় গবাদি পশুরা নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, হাড়কাঁপানো শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন অসহায় মানুষ। বুল্লা এলাকার কয়েকজন দিনমজুর বলেন, "আজকের কুয়াশা আর বাতাস হাত-পা অবশ করে দিচ্ছে। কাজ করতে না পারায় রুজি-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।"
চিকিৎসকদের মতে, এমন আবহাওয়া অব্যাহত থাকলে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। এ পরিস্থিতিতে উপজেলার ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে দ্রুত শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মানবকণ্ঠ/ডিআর




Comments