সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণকারী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির পাশাপাশি বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মেট্রোরেল স্টেশনগুলোতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজায় শরিক হতে আসা বিপুল সংখ্যক মানুষকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে এই বিশেষ সেবা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে, মেট্রোরেল ব্যবহারের সময় যাত্রীসাধারণকে শৃঙ্খলা বজায় রাখার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments