Image description

নতুন বছরের শুরুতেই দেশজুড়ে জেঁকে বসেছে শীত। দেশের ১৭টি জেলার ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বেড়ে এই পরিস্থিতি কিছুটা প্রশমিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। চালক ও যাত্রীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

৫ দিনের আবহাওয়ার চিত্র:

বৃহস্পতিবার (১ জানুয়ারি): আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শুক্রবার (২ জানুয়ারি): রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঘন কুয়াশা অব্যাহত থাকবে।

শনিবার ও রবিবার (৩-৪ জানুয়ারি): নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৫ জানুয়ারি): রাত ও দিনের তাপমাত্রা ফের কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিনের শেষ দিকে অর্থাৎ ৫ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা আরও উল্লেখযোগ্য হারে কমতে পারে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহেই শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে হাড়কাঁপানো শীতের অনুভূতি বজায় থাকবে।

মানবকন্ঠ/আরআই