Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সরকারি বাধ্যতামূলক নির্দেশনা থাকা সত্ত্বেও এমন অবহেলার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালনের প্রথম দিনে সরেজমিনে দেখা যায়, কাজিপুর উপজেলা পরিষদ চত্বরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ অন্যান্য সকল সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে ব্যতিক্রম ছিল কেবল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সেখানে কোনো পতাকাই উত্তোলন করা হয়নি।

জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে জানতে চাইলে কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল সাংবাদিকদের কাছে একটি বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, “মৎস্য অফিস উপজেলা কম্পাউন্ডের ভেতরে, ইউএনও অফিসে পতাকা তুললেই হবে।” তবে একই চত্বরের অন্যান্য দপ্তর পৃথকভাবে পতাকা উত্তোলন করলেও তিনি কেন করেননি, তার কোনো সদুত্তর দিতে পারেননি।

এ প্রসঙ্গে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “রাষ্ট্রীয় শোকের দিনে পতাকা উত্তোলন না করা গুরুতর অবহেলা। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, “রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা প্রতিটি দপ্তরের জন্য বাধ্যতামূলক। মৎস্য অফিসে পতাকা না তোলার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।”

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশি-বেশি সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর